| Information | |
|---|---|
| has gloss | eng: The Tattwabodhinī Sabhā ("Truth Propagating/Searching Society") was a group started in Calcutta on 29 September 1839 as a splinter group of the Brahmo Samaj, reformers of Hinduism and Indian Society. The founding member was Debendranath Tagore, previously of the Brahmo Samaj, eldest son of influential entrepreneur Dwarkanath Tagore, and eventually father to renowned polymath Rabindranath Tagore. In 1859, the Tattwabodhinī Sabhā were dissolved back into the Brāhmo Samāj by Debendranath Tagore. |
| lexicalization | eng: Tattwabodhini Sabha |
| lexicalization | eng: Tattwabodhinī Sabhā |
| instance of | e/Hindu reform movements |
| Meaning | |
|---|---|
| Bengali | |
| has gloss | ben: তত্ত্ববোধিনী সভা হল ব্রাহ্মধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি সমিতি। রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ ক্রমশ দুর্বল হয়ে পড়লে দেবেন্দ্রনাথ ঠাকুর একে পুনরুজ্জীবিত করেন এবং এর প্রচার ও প্রসারের উদ্দেশ্যে তিনি ১৮৩৯ সালের ৬ অক্টোবর ‘তত্ত্বরঞ্জিনী সভা’ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এর নতুন নামকরণ করা হয় ‘তত্ত্ববোধিনী সভা’। সকল হিন্দুশাস্ত্রের নিগূঢ তত্ত্ব এবং বেদান্ত-প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার ছিল এ মুখ্য উদ্দেশ্য। ১৮৪২ সালে তত্ত্ববোধিনী সভা ও ব্রাহ্মসমাজ সমম্বিত হয় এবং তত্ত্ববোধিনী সভা ব্রাহ্মসমাজ পরিচালনা ও ব্রাহ্মধর্ম প্রচারের দায়িত্ব গ্রহণ করে। এ সভা তখন ভারতীয় জনগণকে খ্রিষ্টধর্মে দীক্ষা দেওয়ার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। |
| lexicalization | ben: তত্ত্ববোধিনী সভা |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint